বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

"অনিয়মের আশ্রয় নিলে লাইসেন্স বাতিল করা হবে"

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১, ০৬:৩৪

"অনিয়মের আশ্রয় নিলে লাইসেন্স বাতিল করা হবে" - মেয়র গোলাম সরোয়ার  বিপ্লব

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার যে কোন ধরণের উন্নয়ন মূলক কাজে কোন ঠিকাদার অনিয়মের আশ্রয় নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশসহ লাইসেন্স বাতিল করা হবে। পৌরসভার প্রকৌশলীসহ স্থানীয় কাউন্সিলর এবং ওয়ার্ডবাসী তারা নিজেরাও সঠিক ভাবে কাজ বুঝে নিবেন।

নিজ নিজ এলাকার যে কোন জনদূর্ভোগ রোধে ও উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করবেন। তবে অনিয়ম করলে ছাড় পাওয়ার কোন সুযোগ নেই জানিয়ে তিনি বলেন পৌরসভার সর্বত্র পরিকল্পিত উন্নয়ন সাধন করা আমার নির্বাচনী ওয়াদা ।

বুধবার সকাল ১০ টায় উল্লেখিত সুইগ্রাম জামে মসজিদ হতে আমবাড়ী সীমানা পর্যন্ত রাস্তা পাকা করন প্রকল্প সরেজমিন পরিদর্শন শেষে পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য এসব কথা বলেন। তিনি আরো বলেন পৌরসভার উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। জনগণের জনদুর্ভোগ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছে পলাশবাড়ী পৌরসভা। উন্নয়নে এই ধারা অব্যাহত রাখতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, প্রায় কোটি ব্যয়ে ৫ টি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে পলাশবাড়ী সভার জন গুরুত্বপূর্ণ ৫ টি রাস্তা। এসব রাস্তার মধ্যে উল্লেখযোগ্য রাস্তা হচ্ছে সুইগ্রাম জামে মসজিদ হতে আমবাড়ী সীমানা পর্যন্ত রাস্তা পাকাকরন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ লক্ষ টাকা।
কাজটি বাস্তবায়ন করছেন মেসার্স নাদিম এন্টারপ্রাইজ।কাজটি শুরুতেই অনিয়মের আশ্রয় গ্রহণ করেন ঠিকাদার নাদিম মন্ডল এমনটাই অভিযোগ করেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মেয়র ওই প্রকল্প পরিদর্শনে যান মেয়ের গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় প্যানেল মেয়র আব্দুস সোবহান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পৌর ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top