• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাঘাটায় অবাধে তোলা হচ্ছে নদীর বালু

গাইবান্ধা থেকে | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১, ২২:৪৩

সাঘাটায় অবাধে তোলা হচ্ছে নদীর বালু

গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় চলছে বালু উত্তোলনের মহোৎসব। অবৈধ এ বালু উত্তোলন বন্ধে নেই প্রশাসনের কোন নজরদারি।

সরেজমিন উপজেলার বাঙ্গালী নদীর তীরে গিয়ে দেখা যায় অবৈধভাবে কাকড়ায় করে বালু ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়।

সরেজমিনে আরো দেখা যায়, বাঙ্গালী নদীর প্রায় ১০টি পয়েন্ট থেকে উত্তোলন করা হচ্ছে হাজার হাজার ঘনফুট বালু। এ পয়েন্ট গুলোর বেশিরভাগ রয়েছে বাঙ্গালী নদীর বিভিন্ন তীরবর্তি এলাকায়। তাছাড়া কামালেরপাড়া ও কচুয়া ইউনিয়নের ভিতর দিয়ে বয়ে যাওয়া বাঙ্গালী নদীর তীরবর্তি এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। করোনাকালীন লকডাউনেও পুরোদমে চলছে তাদের এ কার্যক্রম।

বালু খেকোরা প্রভাবশালীদের বলয়ে থাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এলাকার চলাচলের রাস্তাগুলোও ধুলোয় অন্ধকার হয়ে থাকে। এসব কিছুর জন্য দায়ী বালু খেকোরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন- প্রভাবশালীদের ছত্রছায়ায় নদী থেকে ডেজার মেশিন বসিয়ে ও কাকড়ায় বালু ভরাট করে দেদার্চে বিক্রি করছে বিভিন্ন এলাকায়। তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলা সম্ভব হয় না। শুধু মুখ বুজে সহ্য করতে হচ্ছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top