পাবনায় প্রতি রাতে তহুরা আজিজ ফাউন্ডেশনের সাহরী বিতরণ
পাবনা থেকে কলিট তালুকদার | প্রকাশিত: ৬ মে ২০২১, ০১:০৫
পাবনায় পবিত্র রমজানের শুরু থেকে প্রতি মধ্যরাতে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে সাহরী বিতরণ করছে মানব কল্যাণমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তহুরা আজিজ ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুবের নেতৃত্বে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা হাসপাতালসহ শহরের নানাস্থানে অসহায় মানুষদের মাঝে এ খাবার বিতরণ করছেন। খাবার গ্রহণকারীদের তালিকায় আছেন অসহায় রোগী ও তাদের সাথে থাকা স্বজনেরা, বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে থাকা নৈশ প্রহরী, রিকশাচালক, বিভিন্ন মার্কেটে থাকা নৈশপ্রহরী, রাস্তায় থাকা মানসিক রুগীসহ ভাসমান মানুষ।
প্রতিদিন যেমন অনুদান আসে সে মোতাবেক কোনোদিন সাদা ভাত, মুরগীর মাংস, সবজি ও ডাল। আবার কোনোদিন সাদা ভাত, মাছ, সবজি ও ডাল। কোনোদিন আবার খিচুড়ি ও ডিম ভুনা দেওয়া হয়। করোনা আর লকডাউনের এই দু:সময়ে শেষ রাতে বিনা মূল্যে সাহরী খাবার হাতে পেয়ে খুবই আনন্দিত হচ্ছেন এসব অসহায় সাধারণ মানুষ।
প্রতি রাতে নিদিষ্ট সময়ে খাবার বিতরণের অটোরিকশার জন্য নির্ধারিত সময়ে শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে, ইন্দ্রারা মোড়ে, ট্রাফিক মোড়ে, হাসপাতাল গেটে ও টার্মিনালের কাছে দাড়িয়ে আছেন। আলাপকালে কয়েকজন ছিন্নমুল মানুষ জানান, এত কষ্ট করে রান্না করে প্রতি রাতে ঘুরে ঘুরে আমাদের হাতে খাবার তুলে দেয় এই রোযার মাসে। কত উপকার করছে তা ভাষায় বলে বোঝানো যাবে না। অনেক ভাল একটি কাজ করছেন তারা। আমরা চাই তাদের দেখাদেখি অন্যান্য সংগঠনগুলো বা মানবিক মানুষেরা এই কাজে এগিয়ে আসুন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুব বলেন, শুভানুধ্যায়ীদের দানে মানবকল্যাণী এই কার্যক্রম পরিচালনা করছেন তারা। এই রমজান মাসে অসহায় মানুষদের জন্য কিছু করতে পেরে আমরা আনন্দিত। আরো কিছু মানুষ যদি ফাউন্ডেশনের পাশে এসে দাঁড়াতো তাহলে আরো বেশি মানুষকে খাবার দিতে পারতাম। তারপরও আলহামদুলিল্লাহ বলে তিনি জানান, চেষ্টা করবেন যাতে পুরো রোজার মাসে এসব অসহায় মানুষদের মুখে একটু ভালো সাহরী খাবার তুলে দিতে পারেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।