শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অবশেষে দেখ দিলো স্বস্তির বৃষ্টি

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ৬ মে ২০২১, ০১:৪৬

অবশেষে দেখ দিলো স্বস্তির বৃষ্টি

গোপালগঞ্জে অবশেষে দেখা দিয়েছে স্বস্তির বৃষ্টি। এতে কিছুটা হলেও গরম থেকে স্বস্তি পাওয়ার সাথে সাথে তাপদাহ থেকে মুক্তি মিলেছে মানুষ থেকে প্রাণীকুল। বুধবার (০৫ মে) বিকাল টার দিকে শুরু হয় বৃষ্টি। ১০ মিনিটের মত স্থায়ী এ বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলে সাধারন মানুষ।

এসময় মানুষকে ছাতা নিয়ে বাইরে বের হয়ে কেনাকাটা করতে দেখা গেছে। অনেকই বৃষ্টিতে ভিজতে বাইরে বের হয়ে আসেন। এসময় ঠান্ডা বাতাসে মন ও প্রাণ জুড়িয়ে দিয়ে যায়। বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে পুড়ছিল গোপালগঞ্জের জন জীবন। তাপমাত্রা ৩২ থেকে ৩৪
ডিগ্রীর মধ্যে উঠা-নামা করছিল। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষ থেকে প্রাণীকুলের জীবন যাত্রা। বেশ কয়েকদিন ধরে আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিলেও নিরাশ করেছে কেটে যাচ্ছিল।

জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার বাসিন্দা মুন্সী হুসাইন বলেন, বেশ কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। সামান্য বৃষ্টি হলেও কিছুটা গরম কমিয়ে দিলো। জেলা শহরের বাসিন্দা রাখি সাহা বলেন, তীব্র গরমে বাচ্চারা কষ্ট পাচ্ছিলেন। এক পশলা বৃষ্টিতে গরম কিছুটা কমেছে। এতে স্বস্তি এসেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top