বাগেরহাটের পানগুছি নদীর উপর সেতু নির্মাণের অর্থ বরাদ্দ
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৬ মে ২০২১, ০৮:১৯
অবশেষে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় পানগুছি নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে পানগুছি সেতু। ফলে দুর্ভোগ লাঘব হবে মোড়েলগঞ্জ-শরণখোলা উপজেলার কয়েক লাখ মানুষের।
‘সাইনবোর্ড-মোরেলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী সড়কের আওতায় পানগুছি সেতু নির্মাণ নির্মাণ করা হবে। সেতুর দৈর্ঘ্য হবে ১.৪ কিলোমিটার এবং প্রস্থ ১০.৩ মিটার। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯১২ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে কুয়েত সরকারের মালিকানাধীন কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) ঋণ রযেছে ৩৯৯ কোটি ৮২ লাখ টাকা। নিজস্ব অর্থায়নে বাকি কাজ সম্পন্ন হবে।
প্রকল্প গ্রহণের দীর্ঘদিন পর মঙ্গলবার (০৪ মে) একনেকে প্রধানমন্ত্রী এ প্রকল্পের টাকা বরাদ্দ দিয়েছেন। বুধবার (০৫ মে) মোড়েলগঞ্জ শরণখোলা উপজেলার মানুষের মধ্যে এ নিয়ে খুশির আমেজ দেখা যায়।
প্রকল্প বাস্তবায়ন হলে পানগুছি সেতু নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলে উপজেলা পর্যায়ে নিরবিছিন্ন সড়ক নেটওয়ার্কের উন্নতি হবে। বাগেরহাটের সঙ্গে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলাসহ রাজধানী এবং মোংলা বন্দরের নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে। এতে সুন্দরবন সংলগ্ন এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন শিল্পের উন্নতিও ত্বরান্বিত হবে।
বাগেরহাট সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ বলেন, ‘পানগুছি নদীতে এ সেতুটি নির্মাণ করা হবে। প্রাথমিকভাবে জনবল নিয়োগ হয়ে গেলে আশা করা যায় আগামী ছয় মাসের মধ্যে কার্যক্রম শুরু করা যাবে।'
উল্লেখ্য, গত ২০১৭ সালের ২৮ মার্চ মোড়েলগঞ্জের পানগুছি নদীতে খেয়া ট্রলার ডুবে ২২ জন যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ১৯ জন নিহত হন। এরপর থেকেই পানগুছি সেতু মোড়েলগঞ্জ শরনখোলাবাসীর প্রাণের দাবীতে পরিণত হয়। এ দাবি নিয়ে বিভিন্ন সময়ে মানববন্ধনও করেছে এলাকাবাসী।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।