ফকিরহাটে অসহায় কৃষকের ধান কেটে দিল রোভার স্কাউট
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৭ মে ২০২১, ০৫:০৬
দেশে চলমান লকডাউনে শ্রমিক সংকটে বিপাকে পড়া অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল বাগেরহাটের ফকিরহাট কাজি আজহার আলি কলেজের রোভার স্কাউটরা।
বৃহস্পতিবার (০৬ মে) ফকিরহাট উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের অসহায় কৃষক আইয়ুব আলীর ২৭ শতক জমির পাকা ধান প্রচণ্ড রোদ উপেক্ষা করে কেটে দেয় রোভার স্কাউটরা। ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজি আজহার আলি কলেজে অধ্যয়নরত এ শিক্ষার্থীরা পাকা ধান নিয়ে বিপাকে পড়া কৃষকের কথা জানতে পেরে তার সাথে যোগাযোগ করে ধান কাটতে নেমে পড়ে।
দরিদ্র কৃষক আইয়ুব আলী বলেন, ‘আমি ধান কাঁটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু কয়েক জন ছেলে এসে বিনা পয়সায় আমার ধান কেটে দিয়েছে। আমার খুব উপকার হয়েছে। আমি তাদের জন্য দোয়া করি।’
কাজি আজহার আলি কলেজের ক্রীড়া শিক্ষক মল্লিক আবু মুছা বলেন, ‘সেবার মনোভাব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আদর্শে রোভার স্কাউট কাজ করে। আমাদের ছাত্রদের মধ্যে যারা রোভার স্কাউটের সদস্য তারা বিভিন্ন সময় অসহায় মানুষের সেবায় নিয়োজিত।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।