শিশু ভিক্ষুক আঁখিকে পরিবারের কাছে পৌঁছে দিল পুলিশ

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৮ মে ২০২১, ২২:৪০

হারিয়ে যাওয়া শিশু ভিক্ষুক আঁখিকে পরিবারের কাছে পৌঁছে দিল ফকিরহাট থানা পুলিশ

যে বয়সে খাতা পেন্সিল আর খেলনা হাতে থাকার কথা, সেই কচি হাতে জনে জনে ভিক্ষা চাইছে ছোট্ট শিশু আঁখি। কখনো সৎ মায়ের সাথে ঢাকার বদমতলী বস্তিতে আবার কখনো খুলনায় নানীর সাথে নতুনবাজার বস্তিতে থাকে সে। যায়গা বদল হলেও পেটের ক্ষুধায় পেশা বদল হয়নি ৭ বছর বয়সী আঁখির!

শুক্রবার (০৭ মে) ভিক্ষা করতে করতে হারিয়ে যাওয়া শিশুটিকে খুলনায় তার নানীর কাছে পৌঁছে দেয় ফকিরহাট মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ মো. খায়রুল আনাম।

জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার সে ভিক্ষা করতে করতে রূপসা এলাকায় পৌঁছে ফেরার পথ হারিয়ে ফেলে। সেখানে কান্নারত দেখে এক অজ্ঞাত ইজিবাইক চালক তাকে বাগেরহাট জেলার ফকিরহাট কাটাখালী বাসস্ট্যান্ডে রেখে যায়। সন্ধ্যা হয়ে গেলে শিশুটি চোখে জল নিয়ে যন্ত্রতন্ত্র ঘুরতে থাকলে স্থানীয় লোকজন তাকে খাবার খেতে দেয় এবং বিষয়টি ফকিরহাট থানাকে অবহিত করে।

ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সেলিম শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে একটি টিম ঠিকানা অনুযায়ী খুলনায় তার নানীর কাছে পৌঁছে দেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top