“সুন্দরবন সংলগ্ন নদী খাল পুনঃখনন করা হবে” - পানি সম্পদ সচিব
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৯ মে ২০২১, ২৩:০১
বাগেরহাট জেলার শরণখোলার পূর্ব সুন্দরবন বন বিভাগে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয়। এর পাশাপাশি আজ শনিবার (৮ মে) দুপুরে পানি সম্পদ সচিব পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসেরভারানী টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বন পরিদর্শন করেন।
পরিদর্শনে শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে বলেন, ‘সুন্দরবনে অগ্নিকান্ড প্রতিরোধে আগামী শুষ্ক মৌসুমের আগেই সুন্দরবনের লোকালয় সংলগ্ন নদী খাল পুনঃখনন করা হবে। । পানি সম্পদ সচিব আরো বলেন, সুন্দরবনে প্রস্তাবিত কাঁটাতারের বেড়া ও ওয়াচ টাওয়ার প্রকল্পের কাজ করা হবে।’
তিনি আরও বলেন, এটা খুব দুঃখজনক যে, সুন্দরবনে সাম্প্রতিক অগ্নিকান্ডে সাড়ে তিন একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ইতিমধ্যে সুন্দরবন ও মোংলা এলাকায় ৮৩টি নদী খাল পুনঃখনন করেছেন। সুন্দরবন রক্ষায় বনরক্ষীদের সহায়তায় স্থানীয় জনসাধারণকে আরো ভূমিকা নেয়ার জন্য তিনি আহবান জানান।
এ সময় সচিবের সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ রফিক উল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোঃ রিজাউল করিম, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন ও শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনসহ পানি উন্নয়ন বোর্ড ও বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বন পরিদর্শন শেষে বিকেলে পানি সম্পদ সচিব শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী গাবতলিয় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ও প্রস্তাবিত নদী শাসন এলাকা পরিদর্শন করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।