সাঘাটায় সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয়ের উন্মুক্ত লটারি

গাইবান্ধার সাঘাটা থেকে | প্রকাশিত: ১০ মে ২০২১, ২০:১৭

সাঘাটায় সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয়ের উন্মুক্ত লটারি

গাইবান্ধার সাঘাটা উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ উপলক্ষে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের লক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কৃষক নির্বাচনের উদ্বোধন করা হয়েছে।

উক্ত কৃষক নির্বাচনের উদ্বোধন করেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ উপলক্ষে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভপত্বিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মওলা প্রমুখ।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২ হাজার ৬৮ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এসব কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top