পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণ সামগ্রী বিতরণ
গাইবান্ধা থেকে | প্রকাশিত: ১০ মে ২০২১, ২০:৪৭
করোনা পরিস্থিতির এই সংকটকালে ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণস্বাস্থ্য কেন্দ্রের খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় অসহায় ২শ’ দরিদ্র মানুষের মধ্যে আজ রোববার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ কেজির প্যাকেজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, গাইবান্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কাওছার আলী রেজা, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন এবং গাইবান্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ইনচার্জ মনিরা খাতুন প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিটি প্যাকেজে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ৪ কেজি আলু, ১লিঃ সয়াবিন তেল, ৮০ মি.লি. সরিষার তেল, আধা কেজি লবণ, ৪০ গ্রাম শুট মরিচ, ৪ কেজি আটা, ৫শ’ গ্রাম সেমাই, ১ কেজি চিনি। এছাড়া প্রতি জনকে ৪টি করে মাস্ক দেয়া হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: গাইবান্ধা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।