সুন্দরবনে আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে র্যাব এর ঈদ উপহার
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১০ মে ২০২১, ২১:০২
করোনা পরিস্থিতি বিবেচনায় সুন্দরবনে আত্মসমর্পণকারী কর্মহীন জলদস্যুদের সাহায্যার্থে ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল জেলায় আত্মসমর্পণ করা তিন শতাধিক জলদস্যুর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র্যাব)।
রোববার (৯ মে) র্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণ করা জলদস্যুদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার ও নগদ অর্থ প্রদান করেন র্যাব-৬ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ফিরোজ ও র্যাব-৮ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি জামিল হাসান।
এসময় র্যাব-৬ ও র্যাব-৮ এর অধিনায়ক আত্মসমর্পণ করা জলদস্যুদর সঙ্গে ব্যক্তিগতভাবে কুশলাদি বিনিময় করেন। তাদের সমস্যার কথা শোনেন এবং সমস্যা সমাধানের জন্য উপযুক্ত সহযোগিতা ও নির্দেশনা প্রদান করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।