পাবনায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর পালিত
পাবনা থেকে | প্রকাশিত: ১৪ মে ২০২১, ২০:০৫
পাবনায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সকালে জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় আরিফ-পুর সদর গোরস্থান মসজিদে।
এছাড়াও চাঁপা মসজিদ, কাচারি মসজিদ, পুলিশ লাইনস মসজিদ সহ বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। অধিকাংশ মুসল্লি মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেন। নামাজ শেষে করোনা মহামারি থেকে রক্ষা পেতে ও দেশ ও জাতির শান্তি কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হয়।
করোনা মহামারির কারণে এবছর নামাজ শেষে সবাই কোলাকুলি করা থেকে বিরত ছিলেন। অনেকে নামাজ শেষে মৃত আত্মীয় পরিজনের কবর জিয়ারত করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।