রবিবার থেকে হিলি পোর্ট দিয়ে আমদানি রফতানি শুরু হচ্ছে
হিলি থেকে | প্রকাশিত: ১৫ মে ২০২১, ২৩:৩০
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে আবার শুরু হচ্ছে।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে শনিবার পর্যন্ত দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো, ছুটি শেষে রবিবার সকাল থেকে পূর্বেও ন্যায় যথারীতি আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।
হিলি পানামা হিলি পোর্ট মিডিয়া উইং সোহরাফ হোসেন প্রতাপ মল্লিক জানান, মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ১৩ ই মে থেকে ১৫ই মে পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে ১৬ই মে সকাল থেকে যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: হিলি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।