ফকিরহাটের 'বেতাগা মডেল ইউপি' পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৭ মে ২০২১, ০৩:১৭
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা মডেল ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। রোববার (১৬ মে) তিনি উপজেলার বেতাগা মনোরমা দাশ কমিউনিটি ক্লিনিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করেন।
পরে তিনি বিঘাই ডা: অমূল্য বিশ্বাস কমিউনিটি ক্লিনিকের সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন। এছাড়া বিভাগীয় কমিশনার অর্গানিক বেতাগা, প্রাণী সম্পদ সাব সেন্টার, পাবলিক লাইব্রেরী, বেতাগা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের চেঞ্জরুম, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। শেষে তিনি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিভাগীয় কমিশনার তার বক্তব্যে বলেন এসডিজি অর্জনে বেতাগা ইউনিয়ন অনেক দূর এগিয়ে গেছে। এর নেতৃত্ব দিয়েছেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, যিনি ২০ বছর বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আশা করেন, বেতাগার মতো সমগ্র ফকিরহাট উপজেলাও দ্রুত বাংলাদেশের প্রথম এসডিজি উপজেলা স্বীকৃতি অর্জনে আরো এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, বিভাগীয় কমিশনারের সহধর্মিণী সহকারী অধ্যাপক রাশেদা আক্তার, উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী প্রমুখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।