সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের মানববন্ধন
সুনামগঞ্জ থেকে | প্রকাশিত: ১৯ মে ২০২১, ২৩:৩৯
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে বাংলাদেশ সচিবালয়ের ভিতরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ৬ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক, এস এ টিভির সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার এড. খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি একাংশের সভাপতি বিন্দু তালুকদার, শ্রমিক নেতা সোহেল আহমদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক তালুকদার, সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ টুয়েন্টিফোর টিভি’র জেলা প্রতিনিধি মো. বুরহান উদ্দিন, চ্যানেল টুয়েন্টি ফোরটিভি’র জেলা প্রতিনিধি এড. এ আর জুয়েল, সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক একে মিলন আহমদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদস্য সোহেল, দৈনিক ডেসটিনি প্রতিনিধি বিপলু দাস।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদকর্মীরা সরকারের প্রতিপক্ষ নয়, সরকারের সহযোগী। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী জানানো হয় এবং সেই সাথে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।