শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

ছুটির দিনেও ফেরিঘাটগুলোতে কর্মমুখী যাত্রীদের ভিড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মে ২০২১, ২৩:১৪

ছুটির দিনেও ফেরিঘাটগুলোতে কর্মমুখী যাত্রীদের ভিড়

ফেরিঘাটগুলোতে কর্মমুখী মানুষের চাপ দেখা গেছে। গত দুই তিন দিনের চাইতে আজ ফেরিগুলোতে যাত্রীদের ভিড় ছিলো সকাল থেকেই। তবে বর্তমানে যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজ করছেন সেসব যাত্রীরাই ঢাকামুখী হচ্ছেন বেশি। যাত্রীদের চাপের কারণে কারো মধ্যেই ছিলো না স্বাস্থ্য বিধি।

করোনা ঝুঁকি নিয়ে যাত্রীদের ফেরি পার হতে দেখা গেছে গাদাগাদি করে। নদী পার হতে ফেরি ঘাটগুলোতে ব্যক্তিগত যানবাহনের চাপ ছিলো বেশি।

পরিবহন না থাকায় দুর্ভোগে নিয়ে ঈদ শেষে এখনো যাত্রীরা কর্মস্থলে ফিরছেন। তবে ফেরি বেশি থাকায় নদী পার হতে তেমন ভোগান্তি না থাকলেও বার বার ছোট ছোট যানবাহন বদল করে তাদের গন্তব্যে পৌঁছানো ছিল দুর্ভোগের।

যাত্রীরা জানান, ফেরি বেশি থাকায় তারা নদী পার হতে পারলেও পরিবহন বন্ধে তারা বাধ্য হয়ে ছোট ছোট ,মাহেন্দ্র, ইজি বাইক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে কয়েকগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ দুই নষ্ট হচ্ছে, দুর্ভোগ নিয়েই যাচ্ছেন গন্তব্যে।

বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ জানান, গত দুই তিন দিনের চাইতে আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীদেরও চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে। এ রুটে আজ ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। ফেরি বেশি থাকায় যাত্রীদের নদী পারাপারে সমস্যা হচ্ছে না।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top