• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাঘাটায় ঘূর্ণিঝড়ে বাড়ি-ঘর, গাছপালা ফসলের ব্যাপক ক্ষতি

গাইবান্ধার সাঘাটা থেকে | প্রকাশিত: ২১ মে ২০২১, ২১:৪৩

সাঘাটায় ঘূর্ণিঝড়ে বাড়ি-ঘর, গাছপালা ফসলের ব্যাপক ক্ষতি। ১ জন নিহত -আহত ৩

সাঘাটা উপজেলার উপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ-পশ্চিম কোণ থেকে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় চলাকালীন গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এসময় উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ফলিয়া দিগর গ্রামের মৃত সোমেদ আলীর ছেলে কৃষক আরমান আলী (৫৫) ভয়ে জমি থেকে বাড়ি ফেরার সময় বাড়ির অদূরে পড়ে গিয়ে হার্টএর্টাকে নিহত হয়েছে। কামালের পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝড়ে ভেঙ্গে পড়া গাছের চাপায় পড়ে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামের গীতা রাণী (৫৫), রেশমা (৩২) ও উত্তর দীঘলকান্দি গ্রামের জুলেখা বেগম (৪০)নামে তিনজন মহিলা গুরুতর আহত হয়েছে। আহত গীতা রাণী, রেশমা ও জুলেখা বেগমকে সাঘাটা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া বিভিন্ন গ্রামের বেশ কিছু টিনের ঘর পড়ে গেছে, অসংখ্য গাছ-পালা দুমড়ে মুচড়ে ভেঙ্গে ও উপড়ে পড়েছে। এছাড়াও কৃষকের উঠতি পাট, পাকাধান ও পাকা কাউনের ব্যাপক ক্ষতি হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top