সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে

পাবনায় সাংবাদিকদের প্রতীকী অনশন পালন

পাবনা থেকে | প্রকাশিত: ২২ মে ২০২১, ০১:৪১

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে পাবনায় সাংবাদিকদের প্রতীকী অনশন পালন

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, শারীরিক ভাবে নির্যাতন ও হয়রানীমূলক মিথ্যা মামলার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারসহ দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে পাবনায় প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

পাবনা প্রেসক্লাবের লাগাতার তিনদিনের কর্মসূচীর শেষ দিন বৃহস্পতিবার দুপুরে পাবনা ক্লাবের সামনে প্রেসক্লাবের আয়োজনে প্রতীকী অনশন কর্মসূচীতে পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহণ করে।

ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মসূচী চলাকালে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পাভেল মৃধা, ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, কল্যাণ সম্পাদক সরোয়ার উল্লাস, পাবনা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি রাজিউর রহমান রুমি, একাত্তর টিভির মুস্তাফিজ রহমান, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয় প্রমুখ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তিসহ তার উপরে হয়রানীমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাহারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার শাস্তি দাবী করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top