পাবনায় যুবদলের ২৪ নেতার পদত্যাগ
পাবনা থেকে | প্রকাশিত: ২৪ মে ২০২১, ০৬:৫৩
পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক, যুগ্ম আহবায়কসহ ২৪ জন নেতাকর্মী পদত্যাগ করেছে। শনিবার রাতে পাবনা জেলা যুবদল সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও সাধারণ সম্পাদক হিমেল রানার কাছে এ পদত্যাগপত্র জমা দেন ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক কমিটির ২৪ জন নেতাকর্মী।
পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিমেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, পদত্যাগকারীরা হলেন, কমিটির আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম-আহবায়ক সাজেদুল ইসলাম জিতু, রাশেদুল ইসলাম রিপন,শামীম আক্তার রতন, রেজাউল হক মুকুল, আবু জাহিদ উজ্জ্বল, আসাদুজ্জামান আসাদ, সেলিম চৌধুরী, সাইদুল ইসলাম, মাহাবুবুর রহমান রিয়াদ, রফিকুল ইসলাম তুহিন, আহবায়ক কমিটির সদস্য কিরণ সরদার, হাফিজুর রহমান হাফিজ,নূর মোহাম্মদ স্বপন, সাইফুল ইসলাম ফয়েজ, মোহাম্মদ শওকত আলী, সদস্য, সাইদুর ইসলাম, সাহিদুর রহমান সাহেদ, সোহেল রানা পাখি,মুশফিকুর রহমান মিশন, রবিউল ইসলাম রাজু, জুবায়ের ফারুক রাজিব, মোহাম্মদ শেখ রিঙ্কু,সুমন।
পদত্যাগকারী আহবায়ক জাকির হোসেন জুয়েল জানান, ২ মে’ যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত জাকির হোসেন জুয়েলকে (আমাকে) আহবায়ক ও একেএম সাজেদুজ্জামান জিতুকে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর যুবদলের একটি আহবায়ক কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। আবার ওই রাতেই ঘোষিত কমিটি বাতিল করে জাকির হোসেন জুয়েলকে আহবায়ক ও আলী জুবায়ের প্রতীককে সদস্য সচিব করে ঈশ্বরদী পৌর যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই পকেট কমিটি কোনভাবেই মেনে নিতে পারেনি।
পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু বলেন, ঈশ্বরদী পৌর যুব-দলের ২৪ জন নেতাকর্মীর পদত্যাগের আবেদনপত্র আমরা পেয়েছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে এ ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।