ইয়াসের প্রভাবে ১৭ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২১ হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ মে ২০২১, ২২:১৪
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর উপকূলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৭ ফুট বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এতে বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে জেলার উপকূলীয় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার পানিবন্দি মানুষজন এখন দুর্বিসহ জীবন-যাপন করছেন। বিষয়টি রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান নিশ্চিত করেছেন।
কলাপাড়ার লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন জানান, লালুয়া ইউনিয়নের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া একটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। সেখানে সরেজমিনে দেখতে যাচ্ছি। দেখার পর বলা যাবে কতটুকু ভেঙেছে।
রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ার ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম হাওলাদার জানান, ৭০ এর পর ইতোপূর্বে কখনও এমন ভয়বাবহ পানি হয়নি। পানির তোড়ে আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের চরলতা বেড়িবাঁধের ৭টি পয়েন্টের প্রায় ৪০০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এসব বেড়িবাঁধ দিয়ে এবং পূর্বের ৪ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত দিয়ে প্রবালবেগে জোয়ারের পানি ঢুকে চালিতাবুনিয়ার সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ইউনিয়নের ৯ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব পানিবন্দি মানুষজন তাদের পরিবার-পরিজন দিয়ে এখন দুর্বিসহ জীবন-যাপন করছেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।