পাবনার সুজানগরে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফিরোজ কবির

পাবনা থেকে | প্রকাশিত: ২৭ মে ২০২১, ২২:০৩

পাবনার সুজানগরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফিরোজ কবির

পাবনার সুজানগরের হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন এবং হোগলাডাঙ্গী থেকে পদ্মা নদী পর্যন্ত নির্মাণাধীন রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ দু’টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী আবুল হাশেম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী ও আনোয়ার হোসেন আয়নাল প্রমূখ। উপজেলা প্রকৌশল বিভাগ জানায়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে হাসামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ এবং এক কোটি ৯ লাখ ২৯ হাজার ৭৮৫ টাকা ব্যয়ে হোগলাডাঙ্গী থেকে পদ্মা নদী পর্যন্ত রাস্তা পাকাকরণের কাজ হচ্ছে।

এছাড়াও একইদিন এমপি ফিরোজ কবির সুজানগর উপজেলার বশে কয়েকটি নির্মাণাধীন রাস্তা নির্মাণকাজ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সাংসদ আহমেদ ফিরোজ কবির সাংবাদিকদের বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমার নির্বাচনী এলাকার চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে। শিক্ষার সুন্দর পরিবেশ দিতে স্কুলভবন নতুন করে তৈরি করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top