বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

পলাশবাড়ীতে ফায়ার সার্ভিস ভবন পরিদর্শন

গাইবান্ধার পলাশবাড়ী থেকে | প্রকাশিত: ৩০ মে ২০২১, ১৯:৫৭

পলাশবাড়ীতে ফায়ার সার্ভিস ভবন পরিদর্শন

২৯ মে শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী ফায়ার সার্ভিস ভবন পরিদর্শন করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের (প্রশাসন ও অর্থ) সচিব হাবিবুর রহমান।

উক্ত ভবন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম, গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, গাইবান্ধা গণপূর্ত বিভাগের সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক) রোকোনুজ্জামান, সিভিল ইঞ্জিনিয়ার গাউছে আজম রতন, এসডিই শহিদুজ্জামান,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা।

এর আগে সচিবকে পলাশবাড়ী স্টেশন অফিসার সায়েদ মোঃ ইমরানের নেতৃত্বে একটি টিম গার্ড অফ অর্নার প্রদান করেন। পরিদর্শন শেষে সচিব হাবিবুর রহমান জানান, ৫ জুনের মধ্যে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পলাশবাড়ী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top