পাবনায় ইছামতি নদী খননের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও
পাবনা থেকে | প্রকাশিত: ১০ জুন ২০২১, ০৮:৩৮
হাইকোর্ট এর নির্দেশ মোতাবেক পাবনার ইছামতি নদী পুনঃ খনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ইছামতি নদী উদ্ধার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
বুধবার সকালে জেলা পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ইছামতি নদী উদ্ধার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ। কর্মসূচী চলাকালে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহাবুব আলমসহ অনেকে।
বক্তারা বলেন, পাবনা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনঃ খনন। চলতি বছরের মার্চ মাসে নদী খনন ও দু’পাড়ে উচ্ছে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। কিন্তু নদী খনন ও উচ্ছেদ কাজের তেমন কোন অগ্রগতি নেই। হাইকোর্ট এর দেয়া নির্দেশ মোতাবেক ও নদী খননের দরপত্রের নিয়ম অনুযায়ী নদী খননের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান আন্দোলনকারীরা। ঘেরাও কর্মসূচী শেষে পানি উন্নয়ন বোর্ড'র নির্বাহী প্রকৌশলী কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।