কোভিড সংক্রমণে বাগেরহাটের যে সকল ইউপি নির্বাচন স্থগিত হলো
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১১ জুন ২০২১, ২১:১২
বাগেরহাট জেলার ৯ উপজেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ৭০ টি ইউনিয়নে ২১ জুন নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ক্রমবর্ধমান করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (১০ জুন) নির্বাচন স্থগিত করেছে।
স্থগিত হওয়া বাংলাদেশের মোট ১৬৫টি ইউনিয়নের মধ্যে বাগেরহাটে ৭০টি ইউনিয়ন রয়েছে। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া নির্বাচনগুলো ধাপে ধাপে শুরু করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতিও শেষ করেছিল।
বাগেরহাটে যে সব ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত হলো, বাগেরহাট সদরের বারুইপাড়া, বেতরতা, বিষ্ণুপুর, ডেমা, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি। ফকিরহাট উপজেলার বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়া মানসা, নলধা মৌভোগ ও শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, গাওলা, কুলিয়া ও আটজুড়ি।
চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী, কলাতলা, চরবানিয়ারী ও সন্তোষপুর। কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী, উজলপুর, রামপাল, রাজনগর, পেড়িখালী ও ভোজপাতিয়া। মোংলার চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা ও সুন্দরবন।
মোরেলগঞ্জের পঞ্চকরন, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মোরেলগঞ্জ, খাউলিয়া, তেলিগাতী, পুটিখালী, রামচন্দ্রপুর, জিউধরা ও বারইখালী। শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।