বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জেল জরিমানা
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৫ জুন ২০২১, ০৬:২৩
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেল জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগম। সোমবার (১৪ জুন) বেলা ১১টা থেকে ঘন্টা ব্যাপি অভিযান চালানো হয়।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার ছোট বাহিরদিয়া ইউনিয়নের বাসিন্দা মৃত অমিদ আলী শেখের পুত্র মো. আলম শেখ (৪০) ও একই এলাকার মো. জলি শেখের পুত্র মো. জাহিদ শেখ (৩৪) মাদক গ্রহণ করা অবস্থায় আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী উভয়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও ফকিরহাট বাজারে অবস্থিত দু’টি বেকারীতে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন খাবারের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী মা বেকারীকে ৫ হাজার টাকা ও মায়ের দোয়া বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর এক অভিযানে স্বাস্থ্যবিধি ভঙ্গ ও মুখে মাস্ক না পরার দায়ে একজনকে দুইশত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।