ফকিরহাটে ঘর পাচ্ছে ১০০ ভূমিহীন পরিবার
বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০৫:০৪
বাগেরহাটের ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলায় ১০০টি পরিবারকে ঘর প্রদান করা হবে।
শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকার পূরণে ঘর নির্মাণের পূর্ব থেকে প্রতিটি মুহূর্তে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তাগণ সার্বিকভাবে তদারকি করছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নই হচ্ছে আমাদের প্রেরণার উৎস।
প্রধানমন্ত্রীর উপহারের এসব ঘর নির্মাণ সামগ্রী মান সম্মত কিনা এবং হস্তান্তর করা যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ বলেন, আমরা গৃহ নির্মাণ করার সময় বার বার প্রত্যেকটি সামগ্রী যাচাই বাছাই করে কাজ করেছি। যাদেরকে এসব ঘর দেয়া হয়েছে, সেসব ঘর রেজিস্ট্রেশন করে দেয়া হচ্ছে। ওই দলিলে উল্লেখ রয়েছে কোনভাবেই এসব ঘর অন্যকে হস্তান্তরযোগ্য নয়।এসব ঘর নির্মাণে কোন ত্রুটি হয়ে থাকলে তা আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসিল্যান্ড রহিমা সুলনা বুশরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা প্রকৌশলী এমএমএ বকর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, ইউপি চেয়ারম্যান, শিরিনা আক্তার, মো: রেজাউল করিম ফকির, এ্যাড: হিটলার গোলদার, মো:শহিদুল ইসলাম, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: কাজী ইয়াছিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাংবাদিক এইচ এম নাছির উদ্দিন, পিকে অলোক, আব্দুল আউয়াল মনি, মান্না দে, আহসান টিটু, শেখ আসাদুজ্জামান, এম জাকির হোসেন, সুমন দে, ওবায়েত হাসান রনি, ফটিক ব্যনার্জী, শেখ সৈয়দ আলী, মোজাহিদুর রহমান, সুমন কর্মকার প্রমূখ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।