বাগেরহাটের ফকিরহাটে ব্যস্ততম প্রধান সড়কটি ধসে পড়ার উপক্রম!
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২০ জুন ২০২১, ০১:৩৩
বাগেরহাটের ফকিরহাট বাজারের প্রধান সড়কটির একটি অংশ (পুরাতন ঢাকা-খুলনা সড়ক) জটার খালে ধসে পড়ার উপক্রম হয়েছে। অতি সত্বর খালের পাইলিং না দিলে যেকোনো মুহূর্তে সড়কটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ডাকবাংলা মোড় থেকে সামান্য উত্তরে বাজার এলাকা দিয়ে প্রবাহমান জটার খালের ওই স্থানে একটি কালভার্ট রয়েছে। কালভার্টের পূর্বপাশের অংশের রাস্তার পাশের মাটি ভেঙে খালে বিলিন হয়ে গিয়েছে। রাস্তার পাশের ভূগর্ভ থেকে নেওয়া জরুরী সেবাদানকারী ইন্টারনেট ও টেলিফোন তার ভাঙনের ফলে বেড়িয়ে এসেছে। পিচের রাস্তার নিচে দেয়া ইটের খোয়া, বালুর স্তর খসে পড়ে গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে সড়কের ওই অংশ রয়েছে ঝুঁকির মধ্যে।
প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। চলাচল করে ছোট-বড় মালবাহীসহ বিভিন্ন যানবাহন। সড়কের আশপাশে রয়েছে ফকিরহাট প্রধান বাজারসহ চিংড়ি রেনু মার্কেট, কয়েকটি ব্যাংক ও বিভিন্ন ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান। যে কারণে সড়কটি ধসে পড়লে চরম দুর্ভোগে পড়তে হবে সাধারণ জনগণের। হবে ব্যবসায়িক ক্ষতি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম জানান, ‘বিষয়টি তিনি অবগত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।