ঈশ্বরদীতে ভারী বর্ষণের রেকর্ড, জলাবদ্ধতায় দুর্ভোগ
পাবনার ঈশ্বরদী থেকে | প্রকাশিত: ২০ জুন ২০২১, ০৫:৩৮
বর্ষার শুরুতেই পাবনার ঈশ্বরদীতে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস বলছে, গত চার বছরের মধ্যে ঈশ্বরদীতে এমন ভারী বৃষ্টি হয়নি। ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা ঘাট উপচে মানুষের বাড়িতে পানি ঢুকে পড়েছে৷ এতে দুর্ভোগে পড়েছেন জন সাধারণ।
ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক নাজমুল হাসান জানান, দীর্ঘ ৪ বছর পর একটানা সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে পাবনায়। এমন বর্ষণ কয়েক বছরের মধ্যে হয়নি। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১৯১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এখনো বৃষ্টি হচ্ছ। দিন শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, যদি কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৪ থেকে ৯ মিলিমিটার বৃষ্টি হয় তাকে হালকা বৃষ্টি বলে। ১০ থেকে ১২ মিলিমিটার বৃষ্টিকে মাঝারি এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে অতিভারী বৃষ্টিপাত ধরা হয়।
তিনি বলেন, আষাঢ়ের শুরুতে শুক্রবার সকাল থেকে এখন পর্যন্ত জেলার সকল উপজেলায় টানা বৃষ্টি হচ্ছে। শনিবার ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, টানা বৃষ্টিতে ঈশ্বরদী শহরের আমবাগান, নূরমহল্লা, আমবাগান, পশ্চিম টেংরি কাচারী পাড়া রেল কলোনি, পিয়ারখালি, মশুড়িয়াপাড়া ও ভেলুপাড়া সহ বিভিন্ন এলাকায় ড্রেন ও রাস্তা উপচে মানুষের বাড়িতে পানি প্রবেশ করেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পাবনা ভারী বর্ষণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।