মোংলায় ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের হার ২২ থেকে বেড়ে ৬৭ শতাংশ!

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২১ জুন ২০২১, ২৩:১২

 মোংলায় ২৪ ঘণ্টার ব্যবধানে শনাক্তের হার ২২ থেকে বেড়ে ৬৭ শতাংশ!

বাগেরহাটের মোংলা উপজেলায় গেল ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্তের হার ২২ শতাংশ-পয়েন্ট বেড়ে ৬৭ শতাংশ হয়েছে। একই সময় জেলায় ৮ শতাংশ-পয়েন্ট বেড়ে হয়েছে ৪৩ শতাংশ। লকডাউন শিথিল হওয়ায় সংক্রমণ কমছে না বলে জানিয়েছেন জেলার স্বাস্থ্য কর্মকর্তারা।

সোমবার (২১ জুন) বাগেরহাট সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, “জেলার মধ্যে সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ জনের পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে ১৬ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ, যা আগের দিনের তুলনায় ২২ শতাংশ-পয়েন্ট বেশি।”তিনি বলেন, একই সময়ে জেলায় ২০১ জনের পরীক্ষায় ৮৬ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ৪২ দশমিক ৭৯ শতাংশ, যা আগের দিনের তুলনায় ৮ শতাংশ-পয়েন্ট বেশি।

মানুষ স্বাস্থ্যবিধি মানছে না এবং লকডাউন উপেক্ষা করে চলাচল করছে। এসব কারণে সংক্রমণ কমছে না। একই সময়ে জেলায় একজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান সংক্রমণ নিয়ন্ত্রণে মোংলায় তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত করা হলেও সংক্রমণের হার কমছে না। মানুষ স্বাস্থ্যবিধি মানছে না এবং লকডাউন উপেক্ষা করায় সংক্রমণ বাড়ছে বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top