পাবনায় হাঁস পালনে স্বাবলম্বী দুই বন্ধু

পাবনা থেকে | প্রকাশিত: ২১ জুন ২০২১, ২৩:৫১

করোনার কঠিন সময়ে হতাশাকে দুরে ঠেলে, পাবনায় হাঁস পালনে স্বাবলম্বী দুই বন্ধু

করোনার কঠিন সময়ে হতাশাকে দুরে ঠেলে হাঁস পালন করে বেকারত্ব জয় করেছেন পাবনার ঈশ্বরদী উপজেলার দুই যুবক। প্রতিদিন ৫ শতাধিক ডিম বিক্রি করে আয় হচ্ছে ৩ থেকে ৪ হাজার টাকা। সে হিসেবে মাসে আয় হচ্ছে প্রায় এক লাখ টাকা। তাদের দেখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছেন অন্যরাও।

ঈশ্বরদীর ফতেমোহাম্মদপুর এলাকায় দুই বন্ধু সাব্বির বিশ্বাস ও শাকিল আহমেদের হাঁসের খামারে গিয়ে দেখা যায়, পানিতে ভেসে বেড়াচ্ছে ৭ শতাধিক হাঁস। সাব্বিরের সঙ্গে কথা হেলে তিনি বলেন, গত বছর অক্টোবর মাসে করোনাকালের চরম দুঃসময়ে চারিদিকে হতাশার দৃশ্য দেখে আমরা হতাশ না হয়ে একদিন বয়সী কিছু হাঁসের বাচ্চা নিয়ে শুরু করি নিজেদের প্রতিষ্ঠিত করার লড়াইয়ে। এলাকায় সামান্য একটি নিচু জায়গা ৩ বছরের জন্য ভাড়া নিয়ে শুরু করি হাঁসের বাচ্চা পালন। প্রতিদিন ৫ শতাধিক ডিম পাওয়া যাচ্ছে। বাজারে এই ডিম বিক্রি করে প্রতিদিন আসছে ৩ থেকে ৪ হাজার টাকা।

দুই বন্ধু এখন আর বেকার নেই। নিজেদের প্রচেষ্টায় নিজেরাই এখন অন্যদের পথ দেখাচ্ছেন স্বাবলম্বী হওয়ার। করোনাকালের এই দুঃসময়ে এই দুই তরুণ উদ্যোক্তার প্রচেষ্টা সফল হওয়ায় এলাকাবাসীও এখন তাদের সাহস যোগাচ্ছেন। স্থানীয় অন্য বেকার যুবকরাও তাদের দেখে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

ফতেমোহাম্মদপুর এলাকায় বাসিন্দা আব্দুল আলীম বিশ্বাস মিঠু জানান, সামান্য পুঁজি নিয়ে নিজেদের প্রচেষ্টা ও পরিশ্রমে মাত্র ৬ মাসে বেকারত্ব ঘুচিয়ে সফল খামারি হয়ে এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাব্বির ও শাকিল। ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন খান জানান, মাত্র ৬ মাসে দুই বন্ধুর এভাবে সফল হওয়ার গল্প এখন এলাকার মানুষের মুখে মুখে।

খামারের মালিক সাব্বির বিশ্বাস বলেন, করোনাকালে যখন সবাই হতাশ হয়ে পড়েন ঠিক তখন আমরা দুই বন্ধু নিজেদের প্রচেষ্টায় এই খামার গড়ে তুলে বেকারত্ব ঘুচিয়ে সৎ পথে পরিশ্রম করে আয় করছি এতে আমরা খুশি। ভবিষ্যতে এই খামারকে আরো বড় করে গড়ে তুলবার প্রচেষ্টা আছে আমাদের।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস বলেন, এই পারিশ্রমিক দুই বন্ধুর মত অন্য বেকার যুবকরাও এভাবে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করলে একদিকে বেকারের সংখ্যা কমবে অন্যদিকে তাদের আর্থিক সংগতিও বাড়বে।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top