ফকিরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি; স্বাস্থ্যবিধি উপেক্ষিত

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০০:৫২

ফকিরহাটে করোনা সংক্রমণ বৃদ্ধি; স্বাস্থ্যবিধি উপেক্ষিত

বাগেরহাটের ফকিরহাটে করোনার সংক্রমণ বেড়েই চলেছে অথচ স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ইতিমধ্যে উপজেলায় চলছে লকডাউন। চলমান এই লকডাউনে ওষুধের দোকানসহ প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্য সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। যে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা আছে সেখানে মানা হচ্ছেনা কোন প্রকার স্বাস্থ্যবিধি।

তবে ফকিরহাট উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন বাজার ও সড়কে টহল ও মনিটরিং করা হচ্ছে। এছাড়া, স্বাস্থ্যবিধি না মানলে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানিয়েছেন, শনিবার (২৬জুন) ৪৩ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৫ শতাংশ।

এছাড়া ২২জুন ৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফল এসে পৌছায় শনিবার (২৬জুন)। এই পরীক্ষায় ১২জনের করোনা পজেটিভ। গত সপ্তাহের করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: বাগেরহাট


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top