পাবনায় ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার

পাবনা থেকে | প্রকাশিত: ৩০ জুন ২০২১, ০২:৫৮

পাবনায় ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য আটক

পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্য কে আটক করেছে।

আটককৃত মনিরুল ইসলাম (২৫) পাবনার সুজানগর উপজেলার বনখোলা দাসপাড়া গ্রামের মোয়াজ্জিম খাঁর ছেলে ও সাদ্দাম হোসেন রুবেল (৩০) পাবনা সদর উপজেলার বলরামপুর মধ্যপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম জানান, সম্প্রতি বেড়া থানার মৈত্রবাধা এলাকার বাসিন্দা ডাক্তার ইউসুফ আলীর বাড়ির নিচতলার গ্যারেজ থেকে একটি এপাচি মোটরসাইকেল চুরি হয়।

এ ঘটনায় বেড়া মডেল থানায় একটি চুরির মামলা দায়ের হলে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গেল ২৬ জুন অভিযান চালিয়ে সুজানগরের দাসপাড়া থেকে প্রথমে মনিরুল ইসলামকে আটক ও তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী চোর চক্রের অপর সদস্য সাদ্দাম হোসেন রুবেলকে আটক করা হয়। পরে রুবেলের দেয়া তথ্যে পাবনা সদর, বেড়া ও সুজানগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

রুবেলের বিরুদ্ধে পাবনা সদর থানায় তিনটি মামলা রয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 



বিষয়: পাবনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top