শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

৩০ দিনে রামেকের করোনা ওয়ার্ডে মৃত্যু ৩৫৫

Rakib Hasan | প্রকাশিত: ৩০ জুন ২০২১, ১৮:০২

৩০ দিনে রামেকের করোনা ওয়ার্ডে মৃত্যু ৩৫৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ৩০ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৫ জন।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা থেকে আজ বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে নতুন করে ১২ জন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জন নিয়ে চলতি মাসের ৩০ দিনে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৫ জন।

তিনি আরও জানান, মৃত ১২ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, ২ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোর ও নওগাঁর ১ জন করে।

গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ভর্তি আছেন ৪৬০ জন। রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪০৫টি।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top