৫০ সিলিন্ডার নিয়ে বাগেরহাট অক্সিজেন ব্যাঙ্কের যাত্রা শুরু
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ০৪:৫৪
বাগেরহাটে করোনাভাইরাস সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়া ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের বিশেষ উদ্যোগ বৃহস্পতিবার (১ জুলাই) বাগেরহাট অক্সিজেন ব্যাঙ্ক এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বেশিরভাগ রোগী বাড়িতে বসে চিকিৎসা সেবা নেওয়ায় তাদের অক্সিজেন সহায়তা দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মো আজিজুর রহমান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হোক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, ইউএনও মো. মুছাব্বিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ বক্সী।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইঞা হেমায়েত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, পৌর আওয়ামীলীগ সেক্রেটারি ইবনে মিজান হিরু, পৌর কাউন্সিলর খান আবু বক্কর, জেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদকওসান সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বাগেরহাট ফাউন্ডেশন সভাকক্ষে স্বেচ্ছাসেবকদের জন্য সিলিন্ডার বিতরণ ও ব্যবহারবিধি বিষয়ক একটি ওরিয়েন্টেশন করানো হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: বাগেরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।