ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেইন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২১, ০২:০২
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। মঙ্গলবার (৩১ আগস্ট) ৩৮ বছর বয়সী এই ফাস্ট বোলার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্ট ম্যাচ দিয়ে তার অভিষেক হয়। এর পরের বছরই ওয়ানডে ক্রিকেটেও তার অভিষেক হয়। এরপর থেকে জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন স্টেইন। সর্বশেষ ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।
জাতীয় দলের হয়ে মোট ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন স্টেইন। এছাড়া ১২৫টি ওয়ানডে আর ৪৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরমেটের মধ্যে টেস্টেই উইকেট শিকার করেছেন ৪৩৯টি। এছাড়া ওয়ানডেতে ১৯৬টি এবং টি-টোয়েন্টিতে উইকেট নিয়েছেন ৬৪টি।
বিদায় বেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেইন ব্যক্ত করেছেন তার মনের কথা। সেখানে লিখেছেন, "অনুশীলন, ম্যাচ, সফর, হার, জিত, স্ট্রাইপড ফিট, জেট ল্যাগ, আনন্দ ও ভ্রাতৃত্বের ২০ বছর কেটে গেল। বলার মতো অনেক স্মৃতি আছে। ধন্যবাদ দেওয়ার মতো অনেক মানুষ আছে। এই হিসাবের দায় আমি বিশেষজ্ঞদের হাতেই ছেড়ে দিলাম। আমার সবচেয়ে প্রিয় খেলাকে আজ আমি আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ.. আমার পরিবার থেকে সতীর্থ, সাংবাদিক থেকে ভক্ত, সবাইকে। এটি দারুণ একটি সফর ছিল।"
এনএফ৭১/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।