গ্রেপ্তার হলেন যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১, ২১:৩৬

গ্রেপ্তার হলেন যুবরাজ সিং

জাতিবিদ্বেষপূর্ণ মন্তব্যের জন্য ভারতের ক্রিকেটার যুবরাজ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। পরে অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান এ অলরাউন্ডার। রবিবার (১৭ অক্টোবর) স্থানীয় পুলিশ কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২০২০ সালে ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন যুজবেন্দ্র চাহাল। যুবরাজের বিরুদ্ধে অভিযোগ সেই ভিডিও নিয়ে ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। লাইভ আড্ডায় তিনি বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। ফলে তাকে গ্রেপ্তারের দাবি ওঠে।

এক বছর আগের করা মন্তব্যের জেরে রবিবার (১৭ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে পুলিশ। যুবরাজের দাবি, আমি কখনও কোনো জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেওয়ায় বিশ্বাস করি।

কিন্তু ক্ষমা প্রার্থনার পরেও হরিয়ানার বাসিন্দাদের একাংশ যুবরাজের ওপর ক্ষোভ পুষে রেখেছিলেন। আর তাই আট মাস পরে যুবরাজের বিরুদ্ধে এফআইআর অর্থাৎ মামলা দায়ের করা হয়। হরিয়ানা রাজ্যের হিসার জেলার এক আইনজীবী এ মামলা দায়ের করেছেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top