টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১
টি-টোয়েন্টিতে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট বিশ্ব
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ০১:০৫
আর মাত্র কয়েক ঘণ্টা পর টি-টোয়েন্টি বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মাঠে নামবে তাসমান সাগরপাড়ের দুই প্রতিবেশি নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে। অস্ট্রেলিয়া এর আগে একবার ফাইনাল খেললেও, জেতা হয়নি বিশ্বসেরার ট্রফি। দুবাইয়ে দুই দলই তাই নামছে প্রথম শিরোপা জেতার লক্ষ্যে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (১৪ নভেম্বর) শুরু হবে বহু প্রতিক্ষিত নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল।
লড়াইটা হবে অস্ট্রেলিয়ার ব্যাটিং বনাম নিউ জিল্যান্ডের বোলিংয়ের। এই ইভেন্টে অজিরা ব্যাটিং অ্যাপ্রোচ শক্তিশালী করেছে। অন্যদিকে নিউ জিল্যান্ড বোলিং অ্যাপ্রোচ নিয়ে খেলে যাচ্ছে। পাঁচ স্পেশালিস্ট বোলার, তাদের মধ্যে মিচেল স্যান্টনার অলরাউন্ডার। কিউইদের একমাত্র হার এই অ্যাপ্রোচের বাইরে যাওয়ার কারণে। পাকিস্তানের বিপক্ষে একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলেছিল তারা, অ্যাডাম মিলনের জায়গায় টিম সেইফার্টকে নিয়ে।
সব মিলিয়ে আগে ব্যাট করা দলকে সীমিত স্কোরে আটকে রাখতে পারলে কিছুটা স্বস্তিতে থাকতে পারে ফিল্ডিং নেওয়া দল। কিন্তু মঞ্চটা ফাইনাল। পরিসংখ্যানের ঘেরাটোপ থেকে বেরিয়ে প্রকৃতির প্রতিকূলতা ছাপাতে পারে যে কেউ। দুই দলই প্রস্তুত, এখন নতুন চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকে দেখিয়ে দেওয়ার পালা।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।