সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ - ২০২১

পাকিস্তানের হার নিয়ে মুখ খুললেন হাসান আলী

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ০২:৩১

পাকিস্তানের হার নিয়ে মুখ খুললেন হাসান আলী

একটি ক্যাচ মিস করেই পাকিস্তান ক্রিকেট সমর্থকদের কাছে খলনায়কে পরিণত হয়েছেন হাসান আলি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের কারণ তিনি, এমনটিও বলছেন অনেকে। এই ঘটনায় হাসান আলিও রীতিমতো মুষড়ে পড়েছেন। পাকিস্তানের সমর্থকদের অনুরোধ করেছেন, তার ওপর থেকে যেন ভরসা হারিয়ে না ফেলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হাসান আলি লিখেছেন, আমি জানি, সকলেই আমার পারফরম্যান্সে হতাশ। আমার পারফরম্যান্স প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। কিন্তু আমার থেকে বেশি হতাশ কেউ না। আমার ওপর থেকে ভরসা হারাবেন না। আমি ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যাব। তার জন্য কঠোর পরিশ্রম করব। আর এটাই আমাকে মানসিক শক্তি যোগাবে।

সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও ক্যাচ ছাড়াকেই দায়ী করেন। এখন পাকিস্তানজুড়ে হাসান আলির বিপক্ষে দেখা যাচ্ছে সমালোচনা। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে বিশ্ব ক্রিকেটও পাশে দাঁড়িয়েছে হাসান আলির। এই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন হাসান আলি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top