আন্তর্জাতিকে প্রথম উইকেট পেলেন খালেদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ২৩:৩৪

আন্তর্জাতিকে প্রথম উইকেট পেলেন খালেদ

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খুললেন খালেদ। নিজের দশম ওভারে এসে খালেদ আউট করেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) খালেদের অসমাপ্ত ওভার দিয়ে শুরু হয় চতুর্থ দিনের খেলা। ওভারের বাকি থাকা চার বলে কোনো রান দেননি খালেদ। পরের ওভারে স্বাভাবিকভাবেই আক্রমণে আনা হয় আরেক পেসার এবাদতকে। তার ওভারের দ্বিতীয় বলে দিনের প্রথম রান নেন বাবর। পরের বলেই স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি হাঁকান আজহার।

ওভারের শেষ বলে আবার বাউন্ডারির আশায় পুল করেন আজহার। কিন্তু বল উঠে যায় আকাশে। উইকেটের পেছনে দাঁড়িয়ে সহজেই সেটি গ্লাভসবন্দী করেন লিটন। ফলে বিদায়ঘণ্টা বেজে যায় ৫৬ রান করা আজহারের। তার দুই ওভার পর আরেক সেট ব্যাটার বাবরের বিদায় করেন খালেদ।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রান। রিজওয়ান ২৪ ও ফাওয়াদ আলম ১৪ রানে অপরাজিত ছিলেন।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top