স্টোকসের টানা চার 'নো' বলের বিতর্ক
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০১:০৯
ব্রিসবেনে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার অ্যাশেজের প্রথম টেস্ট। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বেন স্টোকস টানা চারটি 'নো' বল করেন যা এড়িয়ে যায় আম্পায়ারের চোখ। এর পর থেকেই ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে সমালোচনা।
অস্ট্রেলিয়ার দলীয় ৩৭ রানের সময় ব্যাটিংয়ে ছিলেন ওয়ার্নার, বোলিং করছিলেন স্টোকস। এই ইংলিশ পেসারের ওভারের প্রথম চারটি বল করার সময়েই তার পা সীমানা অতিক্রম করে ফেলে। কিন্তু প্রথম তিনটি বলেই সেটি বুঝতে পারেননি আম্পায়ার। চতুর্থ বলটিতে আউট হন ওয়ার্নার, তখন নজরে আসে যে বলটি নো-বল। এবং পরবর্তীতে দেখা যায়, ওভারের প্রথম চারটি বলই নো-বল ছিল।
স্টোকসের এই টানা চার নো-বলের জন্য আম্পায়ারকেই দোষ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তিনি বলেন, কেউ যদি এগুলো পর্যবেক্ষণ করার পরেও নো-বল না দেয় তাহলে সেটা খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয়, এগুলো নো-বলই ছিল। ওভারের প্রথম বলটিই যদি আম্পায়ার ধরিয়ে দিতেন, তাহলে হয়ত স্টোকস তাকে শুধরে নিতো।
এছাড়া, অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেলও মাঠের আম্পায়ারদের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। তার মতে, এখন প্রযুক্তির সাহায্যে সব বল পর্যবেক্ষণ করার সুবিধা রয়েছে। আমি বুঝতে পারছি না, কেন এই বলগুলো আম্পায়াররা পর্যবেক্ষণ করলেন না!
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।