অ্যাশেজ লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২১, ০৪:৫৭
ব্রিসবেনে প্রথম ইনিংসে অজিদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড। মাত্র ১৪৭ রান তুলে তারা অল-আউট হয়ে যায়। এরপর প্রথম ইনিংস খেলতে নেমে ৪২৫ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় ইনিংসে মালান-রুটের দাপটে দারুণভাবে অ্যাশেজের উত্তাপ বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড।
শুক্রবার (১০ ডিসেম্বর) টেস্টের তৃতীয় দিনের লড়াই জমিয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট আর ডেভিড মালান। ২৯৪ বলে তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ১৫৯* রান।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ররি বার্নসের (১৩) বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। অপর ওপেনার হাসিব হামিদও বেশিক্ষণ টেকেননি। ৫৮ বলে ২৭ রান করে মিচেল স্টার্কের শিকার হন।
এরপরই শুরু হয় জো রুট আর ডেভিড মালানের দুর্দান্ত জুটি। দিনশেষে মালান ১৭৭ বলে ৮০* আর রুট ১৫৮ বলে ৮৬* রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ২২০ রান।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: অ্যাশেজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।