মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

তৌহিদ হৃদয়ের প্রথম ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ২৩:৫৭

তৌহিদ হৃদয়ের প্রথম ডাবল সেঞ্চুরি

প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের প্রথম শতকটাকেই ডাবলে পরিণত করলেন তৌহিদ হৃদয়। বুধবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট লিগের চলমান আসরে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচের চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল হান্ড্রেডের স্বাদ পেয়েছেন তিনি।

৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়। যদিও পরে আর ইনিংসটাকে টানতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। ৩৮৭ বল খেলে ২১৭ রানে থামেন তিনি। ধৈর্যশালী ব্যাটিংয়ে ১৬টি চারের সঙ্গে ৪টি ছক্কা হাঁকান হৃদয়। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ম্যাচে এর আগে ব্যাট করে নিজেদের প্রথম ইনিংসে নাঈম ইসলামের সেঞ্চুরির কল্যাণে ৩৮৫ রান করে উত্তরাঞ্চল। পরে নিজেদের প্রথম ইনিংস শুরু করতে নেমে দক্ষিণাঞ্চল এখন পর্যন্ত সংগ্রহ ৬ উইকেটে ৪৭৮ রান সংগ্রহ করেছে। ১৬ রান নিয়ে ফরহাদ রেজা ও ১ রানে মেহেদী হাসান ক্রিজে আছেন। লিড নিয়েছে ৯৩ রানের। এই ম্যাচের মাত্র আর দুটি সেশন বাকি, নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই খেলা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top