হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়েছে আবিদ আলীর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০২:১৩

হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়েছে আবিদ আলীর

আবিদ আলীর ক্রিকেট ক্যারিয়ার এখন হুমকির মুখে। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদে আজম ট্রফিতে খেলার সময় বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আবিদ। ডাক্তারি পরীক্ষার পর দেখা গেছে, হৃদ্‌রোগে ভুগছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, বুকে ব্যথার পর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে আবিদের হৃদ্‌যন্ত্রে জটিলতা ধরা পড়ে। আবিদ এ মুহূর্তে একজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

মধ্য পাঞ্জাবের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার আবিদ। খাইবার পাখতুনখাওয়ার বিপক্ষে ম্যাচেও দ্বিতীয় ইনিংসে বুকে ব্যথা অনুভূত হওয়ার আগে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি।

আবিদ এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট আর ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন। অনেকটা নীরবে-নিভৃতেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে। ১৫টি টেস্ট খেলে ২৫ ইনিংসে ৪ শতক আর ৩ পঞ্চাশে ৪৯.৬০ গড়ে ১ হাজার ১৪১ রান সংগ্রহ করেছেন আবিদ।

এনএফ৭১/এমএ/২০২১

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top