আরও ৫ মাস মাঠে ফিরতে পারবেন না আর্চার!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০২:২৫
সম্প্রতি আর্চারের ডান কনুইয়ে দ্বিতীয় অপারেশন করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই অপারেশনের ফলে পুরো শীত মৌসুমে মাঠে নামতে পারবেন না তিনি। অর্থাৎ ২০২২ সালের জুনে গ্রীষ্ম শুরু হওয়ার আগ পর্যন্ত তার সার্ভিস পাবে না ইংল্যান্ড। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের জার্সিতে আর্চার সর্বশেষ মাঠে নেমেছিলেন গত মার্চে ভারতের বিপক্ষে। এর পরই চোটে পড়ে দলের বাইরে চলে যান পেসার জোফরা আর্চার। পরবর্তীতে সুস্থ হয়ে জুলাইয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে মাঠে ফিরেন। কিন্তু আবারও পুরনো চোট দেখা দেয়। তখন থেকেই তরুণ এই পেসার খেলার বাইরে আছেন।
উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৩টি টেস্ট, ১৭টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আর্চার। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের জয়ে বড় ভূমিকা রাখেন তরুণ এই পেসার। কিন্তু দীর্ঘ ইনজুরিতে তার ক্যারিয়ারই এখন হুমকির মুখে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: জোফরা আর্চার archer
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।