আমরা এখন অচল: আশরাফুল
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ০১:০২
বিপিএলে দল না পেয়ে দোষটা ভাগ্যের ওপরই দিলেন মোহাম্মদ আশরাফুল। সঙ্গে শোনালেন আক্ষেপের কথাও। এনিয়ে টানা দুই বিপিএলে দল পাননি এক সময় জাতীয় দলের তারকা খেলোয়াড়। সোমবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
ফিক্সিং ইসু্যতে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ২০১৯ সালের বিপিএলে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছিলেন আশরাফুল। কিন্তু আশানুরূপ খেলতে পারেননি। সবশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। শেখ জামালের হয়ে ১৩ ম্যাচে ২৬.৪৫ গড়ে ২৯১ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু তা আকর্ষণীয় লাগেনি বিপিএলের কোনো দলের কাছে।
দল না পেয়ে আশরাফুল বলেন, ‘টিম পাওয়াটা তো খুব ভাগ্যের বিষয়। খেলোয়াড় আছে ২১০ জনের মতো, দল পায় ৬০-৭০ জন। তাছাড়া বয়সও হয়েছে। এখন তো তরুণদের যুগ। তামিম, মাশরাফি ওদের মতো হলে ভিন্ন কিছু হতো। আমরা তো অচল। ভাগ্যে নেই।’
নাসির ছাড়াও যুব বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম, আমিনুল ইসলাম বিপ্লব, আবু জায়েদ রাহী দল পাননি।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: আশরাফুল মোহাম্মদ আশরাফুল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।