আফ্রিকার বিপক্ষে সিরিজ হার ভারতের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২২, ০০:০৮

আফ্রিকার বিপক্ষে সিরিজ হার ভারতের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে ভারত। তিন ম্যাচে ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে কোহলিদের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে প্রোটিয়ারা।

ধাওয়ানের সঙ্গে শুরুটা ভালো করেছিলেন লোকেশ রাহুল। মাঝে কোহলির শূন্য বাড়িয়েছিল দুশ্চিন্তা। এরপরই ঋষভ পান্তের সঙ্গে শত রানের জুটি গড়েন রাহুল। আবার ছন্দপতনের পর শার্দুল ঠাকুরের ব্যাটে মোটামুটি মানের সংগ্রহ পায় ভারত। কিন্তু ওই লক্ষ্য কোনো রকমের ঝামেলা ছাড়াই টপকে গেছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার (২১ জানুয়ারি) পার্লে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করে প্রোটিয়াদের সামনে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রানের লক্ষ্য দেয় ভারত। জবাবে ১১ বল আগেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৭১ বলে ৮৫ রান করেন ঋষভ পান্ত। ৭৯ বলে ৫৫ রান করেন অধিনায়ক রাহুল। শেষদিকে ঠাকুরের ৩৮ বলে ৪০ রানের ওপর ভর করে ২৮৭ রানের সংগ্রহ পায় ভারত। ৯ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট পান তাবরেজ শামসি।

জবাব দিতে নেমে শুরু থেকেই ঠিক পথে থাকে দক্ষিণ আফ্রিকা। ১৩২ রানের উদ্বোধনী জুটি এনে দেন জানেমান পিটারসন ও কুইন্টন ডি কক। ১০৮ বলে ৯১ করেন পিটারসন। ৬৬ বলে ৭৮ রান আসে ডি ককের ব্যাট থেকে। শেষে প্রোটিয়াদের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন। ১১ বল আগেই জয় পায় তারা।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top