শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

পিএসএলে ৫৬ বলে সেঞ্চুরি ফাখর জামানের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০১:৪০

পিএসএলে ৫৬ বলে সেঞ্চুরি ফাখর জামানের

পিএসএলে ৫৬ বলে সেঞ্চুরি ফাখর জামানের

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফাখর জামান। বাঁহাতি এই ওপেনারের ঝড়ো সেঞ্চুরি ইনিংসে ভর করেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লাহোর কালান্দার্স।

রবিবার (৩০ জানুয়ারি) রাতে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭০ রান তুলেছিল বাবর আজমের করাচি। ওপেনার শারজিল খানের ব্যাট থেকে আসে ৩৯ বলে ৬০। বাবর ৩৩ বলে ৪১ আর জো ক্লার্ক ১৮ বলে খেলেন ২৪ রানের হার না মানা ইনিংস। হারিস রউফ ৪ ওভারে ৩৩ রান খরচায় নেন ৩টি উইকেট।

জবাবে ফাখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৪ বল হাতে রেখেই ১৭১ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে লাহোর। ৬০ বলে ১২ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০৬ রানের দানবীয় ইনিংস খেলে আউট হন ফাখর।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top