• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সাতে উঠে এলো বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২২, ০৪:৪৩

সাতে উঠে এলো বাংলাদেশ ক্রিকেট দল

স্লো ওভার রেটের কারণে ওয়েস্ট ইন্ডিজের কেটে নেওয়া হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান দুটি পয়েন্ট। তাতে কপাল খুলেছে বাংলাদেশের। পয়েন্ট তালিকায় সাত নম্বরে উঠে এসেছে টাইগাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১২ পয়েন্ট বাংলাদেশের। তবে জয়ের শতকরা হারে এগিয়ে টাইগাররা (২৫ ভাগ জয়)। অন্যদিকে ১৪ পয়েন্ট হলেও ২৩.৩৩ ভাগ জয় নিয়ে আট নম্বরে নেমে গেছে ক্যারিবীয়রা। তাদের নিচে এখন কেবল ইংল্যান্ড। এই ইংল্যান্ডের বিপক্ষেই অ্যান্টিগা টেস্টে জয়সম এক ড্র পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ওই টেস্টে নির্ধারিত সময়ে দুই ওভার পিছিয়ে থাকায় ম্যাচ ফির ৪০ ভাগ জরিমানা করা হয়েছে ক্রেইগ ব্রেথওয়েটের দলকে।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন জানিয়েছেন, জরিমানার সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্টও কর্তন করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ওভার পেনাল্টিতে পয়েন্ট হারানো তৃতীয় দল তারা। ২০২১-২০২৩ চ্যাম্পিয়নশিপ চক্রে ভারত তিনটি পয়েন্ট হারিয়েছে। নয় নম্বরে থাকা ইংল্যান্ড ১০ ম্যাচে হারিয়েছে ১০ পয়েন্ট।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top