টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২, ০২:১৮
পোর্ট এলিজাবেথে শুক্রবার (৮ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর মিশনে টসভাগ্য সহায় হয়নি টাইগার অধিনায়ক মুমিনুল হকের। টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন প্রোটিয়া দলপতি ডিন এলগার।
একাদশে দুই পরিবর্তন নিয়ে নেমেছে মুমিনুল হকের দল। প্রায় ১ বছর পর ফিরেছেন তামিম ইকবাল। সাদমান ইসলামের জায়গায় খেলছেন তিনি। এ ছাড়া চোটের কারণে দেশে ফেরা তাসকিন আহমেদের জায়গায় খেলছেন তাইজুল ইসলাম। অর্থ্যাৎ বাংলাদেশ আজ নেমেছে বাড়তি স্পিনার নিয়ে। সিরিজে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা নেমেছে আগের একাদশ নিয়েই। অর্থ্যাৎ তিন পেসার ও দুই স্পিনারেই ভরসা স্বাগতিকদের।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বী, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: বাংলাদেশ পোর্ট এলিজাবেথ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।