বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ২৩:৪০

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন স্মিথ

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সাবেক ডিরেক্টর অব ক্রিকেট গ্রায়াম স্মিথ। দুইটি স্বাধীন তদন্তের পর রোববার তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানায় বোর্ড। 

তদন্তে জানা গেছে, ২০১২-১৪ থামি সোলেকিলের সঙ্গে বর্ণবাদের বৈষম্য করার অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও সিএসএর নেতৃত্বে কালোদের বিরুদ্ধে থাকার অভিযোগও প্রমাণ হয়নি স্মিথের বিরুদ্ধে।

স্মিথের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১৯ সালে এনকো এনকাউয়ের জায়গায় সাদা হওয়ায় মার্ক বাউচারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার। এটিও প্রমাণিত হয়নি। 

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট স্মিথ ও জাতীয় দলের প্রধান কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে তদন্তের কথা জানায়। পরে এগুলো সামাজিক আদালত ও জাতীয় বিল্ডিং তদন্ত প্রতিবেদন জমা দেয়। 

লসন নাইডু বলেছেন,  ‘যে পদ্ধতিতে এই সমস্যাগুলো সালিশি কার্যক্রম দ্বারা মোকাবেলা করা হয়েছে এবং সমাধান করা হয়েছে তা এসজিএন সমস্যাগুলোকে এমনভাবে মোকাবেলা করার জন্য সিএসএর প্রতিশ্রুতিকে নিশ্চিত করে যা তাদের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করে।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top